আশাশুনি প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশাশুনি থানায় হত্যা মামলায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড.শিহাব উদ্দিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার বাদী আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ জানান ৩০২/২৪ ধারায় আশাশুনি থানার (৩) ১৫/৮/২৪ নং হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী সাতক্ষীরা সিটি কলেজ ও আশাশুনির বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনকে ৫ দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বিকাল ৫ টায় তাকে আশাশুনি থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
