এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) বিকাল ৪ঃ০০ টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর ভাইস প্রিন্সিপাল মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আল-আমিন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালি ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরল আফছার মুর্তাজা,প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী প্রভাষক শাহজাহান হোসেন,সহ-সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন,উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মওলানা রিয়াছাত আলী। অন্যদের মধ্যে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা মাসুম বিল্লাহ, ছাত্রশিবির সভাপতি মহিবুল্লাহ,মাওলানা মোয়াজ্জােম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা আগামী ২৬ শে ফেব্রুয়ারি আশাশুনি উপজেলার বার্ষিক কর্মী সম্মেলনে(পুরুষ ও মহিলা) কর্মীদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
