মোঃ আরিফ হোসেন রনি, ভোমরা প্রতিনিধি:-
তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ, মিথ্যারোপ কারীদের পরিণাম কি হয়েছে? (সূরা আনআম-১১)।
সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াতের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান এর সঞ্চালনায় ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবির এর সভাপতিত্বে মোস্তফা কামালের কুরআন তেলাওয়াত মধ্য দিয়ে বার্ষিক শিক্ষা সফর যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাময়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সদর দক্ষিণ থানা সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সেক্রেটারি মোঃ আল আবির হোসেন শিহাবসহ প্রমুখ। ইউনিয়নের ৯ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় তিন শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।