আব্দুল করিমঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা হাফিজিয়া মাদরাসার ৪ জন ছাত্র কোরআন হিফজ শেষ করায় ১৩ ফেব্রুয়ারি পাগড়ি প্রদান অনুষ্ঠান ইঞ্জিনিয়ার মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় করেন।
অনুষ্ঠানের অতিথি হিসাবে পাগড়ি প্রদান করেন হাজারো আলেমের ওস্তাদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। তিনি বলেন হাফেজেরা দুনিয়া আখিরাতের সবচেয়ে সম্মানী ব্যক্তি এদের সম্মান আল্লাহ দিবেন। তিনি আরো বলেন এমন একটা অনুষ্ঠানে আসতে পারব সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আল্লাহ রহম এমন পরিবেশ না হলে আমাদের দাড়ি টুপি ঈমান রাখা কষ্টকর হত।
প্রধান বক্তা হিসাবে নসিহত পে করেন মাওঃ মোঃ আশরাফুজ্জামান খোকন সাহবে।
মাহফিল পরিচালনা করেন হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ সাইফুল্লাহ ফরিদ।