আ.লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি করতে হবে।

তিনি বলেন, আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে। এই প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটির বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা মধ্যমপন্থি হবে। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদের নির্বাচনের দিকে নজর দেয়ারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

Check Also

আলাদা কাতারে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।