সাতক্ষীরায় ২ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে সীমান্তবর্তী রাজপুর এলাকা থেকে ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে ও বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, কলারোয়ার রাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারায়ণ চন্দ্র রায় (৫১) ও কল্যাণী জেলার সূধীর সরকারকে (৫৭) আটক করে।তারা বিনা পাসপোর্টে বাংলাদেশে অবস্থান করছিল। এছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে  ভারত হতে বাংলাদেশে আগমনকালে বাপ্পা রহমান (৩০) নামের এক যুবককে শতাধিক পিচ ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে, সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদসহ তাইফুর আলম নামের এক যুবককে আটক করেছে বিজিবি। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।