এস,এম মোস্তাফিজুর রহমা।। সাতক্ষীরার আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ,পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন গাইন,কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব পারভীন ত্রয়ী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সেলিম। অনুষ্ঠানে প্রতাপনগর ক্লাস্টারের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক,মানপত্র ও উপহার প্রদান করা হয়।
