ভাঙ্গার নতুন ওসিকে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা

ফরিদপুরের ভাঙ্গা থানায় নবনিযুক্ত ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এ সময় সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও।

মঙ্গলবার রাতে (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফুল দেওয়া ছবিটি ভাইরাল হলে ভাঙ্গা উপজেলাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মিরু মাতুব্বরের আপন ভাই যুবলীগ নেতা সম্রাট মাতুব্বরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় গিয়ে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা শাখার নেতাকর্মী ও যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী নতুন ওসিকে ফুল দেন। সেই ছবিগুলো তাদের ফেসবুকে পোস্ট করেন।

বুধবার দুপুরে গণঅধিকার পরিষদ (জিওপি) ভাঙ্গা শাখার আহবায়ক আনিচুর রহমান বলেন, গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার পক্ষ থেকে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মিরু মাতুব্বরের সঙ্গে গণঅধিকার পরিষদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। গত ১৭ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় নবনিযুক্ত ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে দলীয় শৃঙ্খলা ভেঙে আওয়ামী যুবলীগ নেতা মিরু মাতুব্বরের সঙ্গে ছবি তোলায় গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার যুগ্ম সদস্য সচিব করিম শরীফকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়।

ফুল দেওয়ার বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি সবেমাত্র ভাঙ্গা থানায় যোগ দিয়েছি। এখনো সবাইকে ঠিকমতো চিনি না।

গণঅধিকার পরিষদের আহবায়ক আনিচ তাকে জানান, ওই দুইজন আগে আওয়ামী লীগ করতেন। বর্তমানে তারা গণঅধিকার পরিষদে নতুন যোগ দিয়েছেন। এছাড়া যুবলীগ নেতা সম্রাট মাতুব্বরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ অনেক সম্পৃক্ততা রয়েছে। তবে সম্রাটের ভাই মিরু মাতুব্বরের ফুল দেওয়া কোনো বিষয় নয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ম ছবিতে দেখা যায়- ওসির সঙ্গে দেখা করার আগে থানার ফটকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকে নিয়ে গণঅধিকার পরিষদের আহবায়ক আনিচুর রহমান ও সদস্য সচিব আতিকুল্লাহ্ হেলালসহ কয়েকজন নেতাকর্মী ছবি তুলছেন। সেই ছবি তাদের ফেসবুকে পোস্ট করেছেন। তাদের ফেসবুক প্রোফাইল থেকে ছবি কপি করে অনেকের ফেসবুকে পোস্ট করেন।

২য় ছবিতে দেখা যায়- নতুন ওসিকে ফুলের তোড়া দিচ্ছেন- ওসির বাঁয়ে দাঁড়িয়ে লাল পাঞ্জাবি পরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মিরু মাতুব্বর ও কালো গেঞ্জি-চোখে চশমা পরিহিত উপজেলা যুবলীগ নেতা বিপুল মুন্সী ও গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখার  নেতাকর্মীরা।

৩য় ছবিতে ওই যুবলীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকে সাবেক এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে ফুলের মালা গলায় দিতে মিরু মাতুব্বরকে দেখা যায়।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মিরু মাতুব্বর ও বিপুল মুন্সি সাবেক এমপি নিক্সনের সমর্থিত নেতাকর্মী ছিলেন। বর্তমান ওসির ছবি ভাইরাল হলে তীব্র নিন্দা ও সমালোচনা ঝড় ওঠে।

এ বিষয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ভাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক স্মরণ মুন্সী জানান, গণঅধিকার পারিষদ ভাঙ্গা শাখা কমিটির নেতাদের সঙ্গে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিলে তার দায়ভার তাদেরই নিতে হবে।

গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিসহ অন্য দলে আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

এ বিষয়ে জানতে মিরু মাতুব্বরকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Check Also

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত’

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে, কারণ আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।