কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার নাংলা গ্রামের পরিচিত মুখ, প্রবীণ ব্যক্তিত্ব, সাইদুল বাকাউল্লাহ (নায়েব) আজ ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুর ৩,৪০ মিনিটে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর । তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন । তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন। তিনি নাংলা ফাজিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। তিনি ইসলামকাটি ইউনিয়নের ০৭ ওয়ার্ডের সাবেক মেম্বর মনিরুল আলম ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা বুলবুলের পিতা ছিলেন। মরহুম জীবিত থাকা কালীন আজীবন ইসলামী আন্দোলনের একজন সহযোগী ও সুধী ছিলেন। মরহুমের মৃতূতে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল হক, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, ইউপি মেম্বর আব্দুল হাকিম, সহ অনেক গণ্যমান্য ব্যাক্তিগণ শোক প্রকাশ করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে ধৈয্য ধরার জন্য দোয়া করেন। মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে আগামী কাল সকাল ৯ টা ৩০ মিনিটে নাংলা পিএজে ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে।
