রগকাটা হয়েছে এমন ভিকটিম পেলে সহযোগিতা করবে ছাত্রশিবির

বাংলাদেশের ছাত্ররাজনীতিতে বরাবরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা সংগঠন ইসলামী ছাত্রশিবির। ২৪ শে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগেও এবং পরে তাদের কার্যক্রম নিয়ে একই রকম আলোচনা ও সমালোচনা চলমান।

তবে সব সমালোচনা উপেক্ষা করে ছাত্রসমাজের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে একের পর এক কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে সংগঠনটি।

সাক্ষাৎকারে ফরহাদ হোসেন অভিযোগ করেন, “গণমাধ্যম দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরকে অপরাধী প্রমাণে মরিয়া হয়ে উঠেছে।” তিনি দাবি করেন, শিবির সবসময়ই তাদের নিয়মতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নানা নির্যাতন করা হয়েছে।

শিবিরকে নিয়ে বহুল প্রচারিত ‘রগ কাটার’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, “শিবির কর্তৃক কাটা এমন কোনো ভুক্তভোগী পাওয়া যায়নি। যদি এমন কোনো ভিকটিম পাওয়া যায়, আমরা তাকে আইনি সহযোগিতাসহ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “শিবিরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমরা সবসময় চ্যালেঞ্জ করেছি। বরং দেখা গেছে, সংঘর্ষে শিবিরের নেতাকর্মীরা আহত হলেও তাদের কথা বলা হয়নি। অথচ অন্য পক্ষের সদস্যদের ক্ষতির খবর প্রচারিত হয়েছে।”

ফরহাদ হোসেন আরও বলেন, “শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং অন্যায় নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বিভ্রান্তি ছড়ানোর অংশ। যদি কেউ প্রমাণ দেখাতে পারেন যে শিবির আক্রমণ করে কারও ক্ষতি করেছে, আমরা তা তদন্ত করব এবং সহযোগিতা করব।”

সূত্র: https://www.youtube.com/watch?v=KuNI7QKmfUA

Check Also

স্বামীর বকুনিতে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিষপান

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকের সাথে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় স্বামীর বকাবকিতে গলায় ফাঁস দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।