সাতক্ষীরায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালকের সহকারী নিহত, আহত ১৬ যাত্রী

সাতক্ষীরায় গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে যাওয়ায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন যাত্রী। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাতক্ষীরা-যশোর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে। এই দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন তপন কুমার ঘোষ নামের বাসটির এক যাত্রী বলেন, সাতক্ষীরাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিনি গন্তব্যে যাচ্ছিলেন। চালকের ঘুম চলে আসায় নাভারণ এলাকা ছাড়ার পর বারবার তিনি ব্রেক কষছিলেন। আজ ভোর সাড়ে চারটার দিকে সার্কিট হাউস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আশা সমিতির পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ওই গাছটির কিছু অংশ বাসের ভেতর ঢুকে বাসটি দুমড়েমুচড়ে যায়। ওই সময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসটির যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে গাছ কেটে যাত্রীদের বের করার সময় নায়েব আলী নামের সাতক্ষীরা পুলিশ লাইনসের এক কনস্টেবল আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল হক জানান, ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে চায়না খাতুন ও আলমগীর নামের দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেছে। পরে চালকের সহকারী শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

Check Also

ঝাউডাঙ্গা শিবিরের ঈদ র‍্যালি অনুষ্ঠিত

আসাদুর রহমান: ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে ঝাউডাঙ্গা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ র‍্যালি অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।