মাসুদ রানা, সাতক্ষীরা: রাসূল সাঃ এর কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ শে ফেব্রুয়ারি ( শুক্রবার) দুপুর ২:৩০ মিনিটে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের মধ্য থেকে বক্তব্য রাখেন মুহা. মাসুদ রানা ও জুলফিকার আলী।
মুহা. মাসুদ রানা বলেন,আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ, ৯৫% মুসলমানের দেশে এনসিটিবির পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন এর অন্যতম সদস্য রাখাল রাহা ও তথাকথিত কবি হাসান গালিব আমাদের নবীকে নিয়ে কটুক্তি এবং ধৃষ্টতাপূর্ণ আচরণ ব্যক্ত করেছেন। অনতিবিলম্বে রাখাল রাহা এবং হাসান গালিবের বিরুদ্ধে যদি অন্তর্বর্তীকালীন সরকার কঠোর পদক্ষেপ না নেয় তাহলে সকল মুসলিম সমাজকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত রাসূলের অপমান সহ্য করব না।
এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আল্লাহ ও রাসূলের কটুক্তি-কারীর সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদন্ড ‘র আইন সংসদে পাশ ও তা কার্যকর করার জোর দাবি জানান।
উপস্থিত সকলে এই কুলাঙ্গারদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
