সাতক্ষীরা সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় যুব র্যালি, আলোচনা সভা, ফ্রী ব্লাডগ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জামায়াতের যুববিভাগের আয়োজনে কলারোয় পাইলট হাই স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতের কলারোয়া যুব বিভাগের সভাপতি মু.শামছুল আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রী নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মু. ইজ্জত উলাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কলারোয়া উপজেলার আমির মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে একটি র্যালি কলারোয়া পাইলট স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে দিনভর ৭ জন এমবিবিএস চিকিৎসক দ্বারা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।