কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে স্বামী টিকটক করতে বাধা দেওয়াতে এক সন্তানের জননীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

মোঃ হারুন উর রশীদ, (কালিগঞ্জ, সাতক্ষীরা)
কালিগঞ্জ উপজেলার মথরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (২২) এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এলাকাবাসী এবং প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় গত বুধবার (১৯শে ফেব্রুয়ারি) রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রাবেয়া খাতুন আত্মহত্যা করেছে । স্থানীয় ও প্রতিবেশীরা সাংবাদিকদের জানান রাবেয়া খাতুন প্রায় সময় মোবাইলে টিক টক করতে পছন্দ করতেন। যেটা তার স্বামী ইঞ্জিন ভ্যান চালক সাইদুল ইসলাম গাজী পছন্দ করতেন না। এক পর্যায়ে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। ঘটনার ঐদিন রাতে ইঞ্জিন ভ্যানচালক তার স্বামী বাড়িতে ফিরলেই ফেসবুক এবং টিক টক নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে হট্য গোল শুরু হলে রাবেয়া খাতুন, স্বামী সাইদুল ইসলাম(২৬)এবং একমাত্র পুত্র সন্তান রোহান গাজী (৩) কে রেখে সকলের অগোচরে পাশের রুমের দরজা আটকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে‌। স্থানীয় ইউপি সদস্য জিএম আব্দুল জলিলের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপপরিদর্শক নাজমুল আলম সহ সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোটার: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।