তালায় জামায়াতের র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান  মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:তালায়  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে  যুব  জামায়াতের র্যা লী  ও আলোচনা সভা অনুষ্ঠিত।শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে একুশের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। তালা পুরাতন হাই স্কুল মাঠ  থেকে শুরু করে র্যা লীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাক বাংলা  চত্বরে  এসে শেষ হয়। র্যা লী শেষে  মোস্তাফিজুর র হমান রেন্টুর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়া সংসদীয় আসনের  জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাক্ষ ইজ্জত উল্ল্যাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও  কর্ম পরিষদ  সদস্য ডাঃ আফতাব উদ্দীন, ০৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা জামায়াতের আমীর  মাওঃ মফিদুল হক , কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইাসলাম, বৈষম্য  বিরোধী  ছাত্র নেতা ও সাবেক জেলা শিবির নেতা আনোয়ার হোসেন , খলিলনগর ইউনিয়ন আমীর মোঃ আকবর হোসেন।

আলোচনা সভায় প্রধান বক্তা  বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতা তাদের নিজেদের জাতিসত্তা ও নিজস্ব ভাষা কে প্রতিষ্টিত করার জন্য শহীদ হয়েছিলো। সালাম রফিক শফিক আবুল বরকত সহ নাম না জানা আরো অনেকে রক্ত দিয়েছিলো তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা । সেকারণে আমাদেরকে একদিকে যেমন ভাষার প্রতি যত্নবান হতে হবে , অপর দিকে এই ভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ্ করেছিলো তাদের আত্নার মাগফেরাত কামনা করেন।

Check Also

সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোটার: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।