২৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার তারালি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী২০২৫ ছাত্র-ছাত্রীদের বিদায় ও দুযো। অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্হানীয় ইউপি সদস্য স.ম আরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জি এম আব্দুল গফফার, প্রধান শিক্ষক ফারুক হোসেন,প্রাক্তন প্রধান শিক্ষক রনজিত কুমার,দেবহাটা কলেজের প্রভাষক মোহাম্মদ আলী,তারালি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আব্দুল গফুর বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার। উল্লেখ্য স্কুল থেকে ৬৬জন ছাত্র ছাত্রী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
