কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ২৬ ফেব্রুয়ারী বুধবার নাংলা গ্রামে প্রতিবেশীর হামলায় দুজনের অহতের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে খোজ নিয়ে জানা গেছে নাংলা গ্রামের মহসিন হোসেনের কোনো এক ওয়ারেশের কাছ থেকে প্রতিবেশী গিয়াস উদ্দীন ও জাহাঙ্গীর কিছু জমিম খরিদ করে । যাহা বাদী মহসিন হোসেন ও তার শরীকরা প্রতিবেশীদেরকে মাপ জরিপ করে বুঝিয়ে দেয়। কিন্তু প্রতিবেশীরা তাদের প্রাপ্য জমির চেয়ে বেশী অংশ দখল করে ঘেরা ও বেড়া দিলে গন্ডগোলের সুত্রপাত হয়। বিষয়টি নিয়ে বাদী মহসিন হোসেনরা প্রতিবাদ করলে বিবাদী গিয়াস উদ্দীন , মঞ্জয়ারা, জাহাঙ্গীর, সাথী বেগম আছমা বেগম তাজউদ্দীন, রাহিলা বেগম, ব্যাক্তিরা সকলে একযোগে বাদী ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করলে মহসিন হোসেন , তার মা রাবেয়া বেগম এবং তার ভাই বিল্লাল হোসেন মারাত্বক ভাবে আহত হয়। বিষয়টি নিয়ে বাদী পক্ষ মহসিন হোসেন তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
