সাতক্ষীরায় ওনার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর ফাইনালে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইন্টার হেলথ সেক্টর ক্রিকেট টুর্নামেন্ট—২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সরকারি কলেজ মাঠে ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ—সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. জয়ন্ত সরকার, ফার্মাসিটিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছুর রহমান, ডা. শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রব্বানী প্রমুখ। ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। খেলার নির্ধারিত ১৬ ওভারে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ১৪ ওভারে সব’কটি উইকেট হারিয়ে দলের জন্য ৮৯ রান সংগ্রহ করে। জবাবে ফারজানা ক্লিনিক খেলতে নেমে ১০ ওভার ৩ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

 

 

 

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।