হাফেজ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিনিধি : আহলাল সাহালাল মাহে রমজান এই স্লোগানকে সামনে নিয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রহমত, মাগফেরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে মাহে রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমাদের জীবনে রমজান হাজার মাসের সমান এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। আর সিয়াম সাধনার অর্থ– সুবহেসাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমত ইবাদাত বন্দেগি করার জন্য উৎসাহিত করে। প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বের সকল গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঠিক মুসলিম হয়ে জীবনযাপনের প্রতিজ্ঞা করার মাস। এ মাসে খুব বেশি বেশি ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করে মহান স্রষ্টার নৈকট্যে অর্জন করতে হবে। সেই সঙ্গে দান সাদকা করা, আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের হক আদায় করা বাঞ্ছনীয়। অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়াসহ সকল প্রকার হারাম কাজ থেকে তো সারা বছরই বেঁচে থাকা ফরজ, রমজান মাসে এর অপরিহার্যতা আরও বেড়ে যায়। তাই আমরা সবসময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সবার জীবনে যেন রমজানের গুরুত্ব ও ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের আয়োজনে রমজান মাসের পবিত্রতা রক্ষায় জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে কুরআনের পাখি হাফেজদের সাথে নিয়ে র‌্যালিটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা নিউমার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ জিয়াউর ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, কোষাধক্ষ্য হাফেজ আব্দুর রকিব ,সদস্য হাফেজ ফজলুর রহমান, হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ কোহিনূর রহমান,সাতক্ষীরা পৌর হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী হাবিবুল্লা আহছানী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।

Check Also

পুলিশে নিয়োগ নিয়ে শ্যামনগরে সতর্কতামূলক মাইকিং

শ্যামনগর প্রতিনিধি: পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুটিং কনষ্টেবল পদে শতভাগ মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।