সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা

মাসুদ রানা, সাতক্ষীরা:” দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পৌর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার ) সকাল ৮ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
প্রধান অতিথি মুহাঃ আল মামুন বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী হিসেবে ,আদর্শিক চরিত্র গঠনের মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে। এছাড়া তিনি একটি আদর্শ উপশাখা কিভাবে গঠন করা যায়, উপশাখা দায়িত্বশীলদের মৌলিক প্রোগ্রাম বাস্তবায়ন , পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন,বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।

Check Also

আজ ১৪ই এপ্রিল সোমবার। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২

আজ ১৪ই এপ্রিল সোমবার। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২। বাংলা বছরের প্রথম দিনকে দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।