দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় শিবিরের র্যালি সমাবেশ

সাতক্ষীরা সংবাদাতাঃ সাতক্ষীরায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র্যায়ালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে নিউমার্কেট,খুলনারোড মোড় হয়ে আমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন
ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাবেক সভাপতি এড. আবু তালৈব, শহর সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে মহানগর সভাপতি শহর শাখার সভাপতি আল মামুন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।

Check Also

আলাদা কাতারে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।