হুসাইন বিন আফতাব, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হয়রানী থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছোট ভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাইনের পুত্র মো. মাজেদ গাইন (৬৩) লিখিত বক্তব্যে জানান, তিনি শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজায় ৩.৮৩ একর জমি পৈত্রিক ও রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মালিকানায় পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে মৎস্য চাষ করে আসছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মো. মজিবর গাজী, মো. ফজর গাইন, মো. রফিকুল গাইন, মো. মফিজুর গাজী, মো. মনিরুল গাজী, মো. আতাউর গাজী, মো. শুকুর আলী গাইন, মো. শফিকুল গাইন, মো. রাশিদুল গাইন ও মো. আশরাফুল গাইনসহ আরও কয়েকজন তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা (পিটিশন-১৬৬/২৪) দায়ের করেন। আদালত ২ মে ২০২৪ তারিখে ২৬০২ নং স্মারকের মাধ্যমে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং শ্যামনগর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
মাজেদ গাইন অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে ৭ নম্বর মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধার নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতারা তার ঘের দখলের চেষ্টা চালান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি সাতক্ষীরা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলা চলমান অবস্থায় তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হয়। পরে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শ্যামনগর থানায় ১১০২ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর উদ্দেশ্যে ১ মার্চ তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে এবং ৩ মার্চ একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল “ভয়েস অব সুন্দরবন”-এ মিথ্যা তথ্য প্রচার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলে।
সংবাদ সম্মেলনে মাজেদ গাইন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং প্রতিপক্ষদের হয়রানি থেকে রক্ষা পেতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।