জনতা ব্যাংক পি এল সি, সুলতানপুর বাজার শাখার অর্থ ঋণের মামলায় ওরেন্টভূক্ত আসামি নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। আসামি নজরুল ইসলাম সাতক্ষীরা সদর থানার উত্তর কাটিয়া (মাগুরা বউবাজার) এলাকার মৃত আলহাজ্ব মোঃ আলী হোসেন সানার পুত্র। জনতা ব্যাংক পি এল সি সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, আসামি একজন চিংড়ি পোনা ব্যবসায়ী। ব্যবসার উন্নতির সম্প্রসারণের জন্য ২০০৯ সালে তার নিজস্ব সম্পত্তি বন্ধ রেখে ঋণ গ্রহন করেন। গ্রহণকৃত ঋণের টাকা সে আর পরিশোধ করেন নি। পরে ব্যাংক কর্তৃপক্ষ সাতক্ষীরার অর্থ ঋণ আদালত যুগ্ম জেলা জজ ১ নং এর ১৬/২০১৫ নং মামলা দাখিল করা হয়। মামলায় উক্ত আসামের বিরুদ্ধে ওরেন্ট থাকায় সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।