ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ আটক -১

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সিমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে গমনালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মোঃ সোহেল উদ্দিন নামে ১ ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি। ঘটনাটি ৯ ই মার্চ রবিবার রাত ৭ টার দিকে সদর উপজেলার আবাদের হাট এলাকা হতে
দুই কোটি পয়ত্রিশ লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত টাকার স্বর্ণেরবার ও ইজিবাইকসহ উক্ত চোরাকারবারীকে আটক করে বিজিবি। আটককৃত মোঃ সোহেল উদ্দিন (৫৫) কলারোয়া উপজেলার আইস পাড়া গ্রামের হামেজ উদ্দীনের ছেলে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির অধিনস্থ ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার সুবে: এম এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল আবাদের হাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ০১টি ইজিবাইক এবং ০২টি মোবাইলসহ চোরাকারবারী সোহেল উদ্দীনকে আটক করে । পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট মূল্য ২,৩৫,৩৫,২০০/- (দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।