কুরআন দিয়ে দেশ শাসন করলে দেশে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস থাকবে না : মুহাঃ আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, কুরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে ঘুষ, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বস্তুত, অপশাসন—দুঃশাসনমুক্ত করতে হলে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে। অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান। সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের মত নিয়ামত দান করেছেন। তাই, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলকে ইসলামের ছায়াতলেই ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধবার (১২ মার্চ) বিকাল ৫ টায় স্থানীয় মোসলেমা আদর্শ একাডেমি মাঠে সাতক্ষীরা শহর জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলমের পরিচালনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমূখ।

 

 

Check Also

হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।