হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে…..কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) থেকে।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য,সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এই কারণে পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়,মাথায় দংশন করতে থাকবে। যাকাত ৮টি খাতে আদায় করতে হবে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে আশাশুনি উপজেলা জামায়াত আয়োজিত”রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক”সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে”রোজা ও যাকাতের তাৎপর্যের উপর” প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক,জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শুরা সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল।

প্রধান অতিথি আরও বলেন-বাংলাদেশে বিভিন্ন খাত থেকে সরকারিভাবে যাকাত আদায় করলে বিশেষ করে ব্যাংক স্থায়ী আমানত,বাৎসরিক ফসল উৎপাদনের উশর,৪৩ লক্ষ আয়কর দাতার সম্পদ থেকে,ব্যাংক গুলোর মুনাফা থেকে,ব্যাংকে জমাকৃত স্বর্ণ রুপার অংশ,কোম্পানির মুনাফার অংশ ইত্যাদি থেকে বছরে ৮৫ হাজার কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। এই টাকা দেশের গৃহহীন পরিবার ও ভূমিহীন পরিবার সংখ্যা ৪৮ লক্ষ,তাদেরকে বছরে ৫ লক্ষ করে টাকা দিলে ২৪ হাজার কোটি টাকা প্রয়োজন। বাকি টাকা রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করা যেতে পারে। শাড়ি,লুঙ্গি দ্বারা যাকাত আদায় সম্ভব নয়।

তিনি আরও বলেন-এমনিভাবে পাঁচটি বছর যাকাত আদায় করে রাষ্ট্রীয়ভাবে যাকাত বন্টন করলে দেশে কোন দরিদ্র যাকাত পাওয়ার লোক খুজে পাওয়া যাবে না ইনশাল্লাহ। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মুরতাজা,আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রুহুল আমিন,নায়েবে মাওঃ মোশারফ হোসেন,সহ-সেক্রেটারী প্রভাষক শাহজাহান আলী,মাওলানা আব্দুল বারী,ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান,আই বি ডাব্লিউ এফ সভাপতি এ বিএম আলমগীর পিন্টু প্রমুখ।

Check Also

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।