আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচার মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার(১৫ মার্চ) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন ও পুলিশ পদির্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ হান্নান মিয়া অভিযান চালিয়ে মানব পাচার মামলা নং-২(৩)২৫ এর আসামী বরেয়া গ্রামের জয়নাল গাজীর স্ত্রী পারুল আক্তারকে তার নিজ বাড়ী হতে এবং জিআর-৮১/২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত উজির আলী গাজীর ছেলে বিল্লাল গাজীকে থানা এলাকা হতে গ্রেফতার করেন।