এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ মার্চ) বিকাল ৪ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আল-আমিন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা,নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান,উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন,উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহাজান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা কামরুজ্জামান,ছাত্রশিবির সভাপতি মহিববুল্লাহ প্রমুখ।
