মহসিন আলম, শ্যামনগর উপজেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে যুব কর্মী সমাবেশ ও মাহে রমযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ বিকাল ৩.০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন কার্যালয়ে যুব কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরীপুর ইউনিয়ন আমীর মাওলানা আলমগীর কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক মাওলানা আব্দুল হামিদ।
ইউনিয়ন যুব সভাপতি মোঃ হেলাল হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মহসিন আলম, উপজেলা যুব সহকারী সেক্রেটারী মোঃ আশিকুর রহমান, ঈশ্বরীপুর ইউনিয়ন টিম সদস্য মাওঃ কামারুজ্জামান, শ্রমিক নেতা মোঃ রফিকুল ইসলাম সহ ইউনিয়ন সংগঠন ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
প্রধান অতিথি বলেন: রমজানের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগায়ে দ্বীন কায়েমের এই পথে যুবকদের এগিয়ে যেতে হবে। দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে যুবকদের কাংখিত ভূমিকা রাখতে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানে তাকওয়া ও সবরের যে সংযম শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ আমরা পেয়েছি তা যুবকদের অনুধাবন করে ইউনিয়নের প্রতিটি প্রান্তরে দাওয়াতী কাজের জন্য ছুটে যেতে হবে