ভোমরা স্থল বন্দরে চারমাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল আমদানি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গত চার মাসে ১লাখ ৪৩ হাজার ৬০৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে ১৩ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারত থেকে ওই চাল আমদানি করা হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনপ্রাপ্ত ৯০টি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এ চাল আমদানি করে। তবে ভারত থেকে চাল আমদানি অব্যহত থাকলেও দেশের বাজারে দামের উপর কোন প্রভাব পড়ছে না।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দেশের চালের বাজার স্থিতিশীল ও ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানকে ভারতসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানির অনুমতি দেয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দাম নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারত থেকে চাল আমদানির এই সিদ্ধান্ত নেয় সরকার।

সূত্র আরো জানায়, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ ৫ এর আওতায় প্রথম ৫০ হাজার মেট্রিকটন নন- বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমতি দেয় সরকার। এতে প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছিল ৫৫ টাকার ০৬ পয়সা। এসময় ৫০ হাজার টন চাল আমদানিতে ব্যয় ধরা হয়েছিল ২৭৫ কোটি ৩০ লাখ টাকা। প্রতি টন ৪৫৮.৮৪ ডলার দরে ভারতের মেসার্স বাগদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে এ চাল আমদানি করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছিল ২ কোটি ২৯ লাখ ৪২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান দাঁড়ায় ২৭৫ কেটি ৩০ লাখ ৪০ হাজার টাকা। কিন্তু এই চাল আমদানির পরও স্থিতিশীল ছিল না বাজার মূল্য। চাল নিয়ে চালবাজির বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় সরকারের। ফলে চালের দাম কমানোর জন্য নানামুখী উদ্যোগ নেয় সরকারের নীতি নির্ধারক মহল।

একপর্যায়ে চালের ওপর থেকে আমদানি ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নিয়ে পর্যাপ্ত চাল আমদানির অনুমতি দেয়া হয় আমদানিকারক প্রতিষ্ঠানকে। এরপর প্রতিবেশী দেশ ভারত থেকে শুল্কমুক্ত কোটায় চাল আমদানি করে অনুমোদনপ্রাপ্ত আমদানিকারক ব্যবসায়ীরা। দেশের অন্যান্য স্থল বন্দরের তুলনায় সবচেয়ে বেশি চাল আমদানি হয়েছে ভোমরা বন্দর দিয়ে।

এদিকে চাল আমদানি অব্যহত থাকলেও বাজারে দামের উপর এর কোন প্রভাব পড়ছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রোজার শুরুতেই সব ধরনের চালের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। অব্যহতভাবে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

ভুক্তভোগিরা বলছেন, চালের দাম কমানোর জন্য সরকারের নানামুখী উদ্যোগের পরও সুফল মিলছে না। ভারত থেকে চাল আমদানি হলেও দেশীয় চালের দামের উপর তার কোন প্রভাব পড়ছে না। রোজার শুরুতেই সব ধরনরে চালের দাম বেড়েছে। চালের অস্বাভাবিক ম্যল্য বৃদ্ধিতে সব চেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। রোজায় সবজিসহ অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।
শহরের সুলতানপুর বড়বাজারের খুচরা চাল ব্যবসায়ি আনোয়ার হোসেন বলেন, রোজার শুরুতেই চালের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। রোজার আগের ৬৫ টাকা কেজি দরের ২৮ জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা, ৭২ টাকার মিনিকেট ৭৬ টাকা, ৫২ টাকার মোটা চাল ৫৬ টাকা, ৮৪ টাকার বাশমতি চাল বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি। আমদানিকৃত ভারতীয় একটি চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি। তবে বাজারে ক্রেতাদের মধ্যে ভারতীয় চালের তেমন চাহিদা নেই।

তিনি বলেন, রোজার মধ্যে চালের দাম কমার তেমন কোন সম্ভাবনা নেই। ভারতীয় চাল আমদানি অবহ্যত থাকলেও বাজারে দামের উপর কোন প্রভাব পড়েনি। তবে সামনে নতুন চাল বাজারে উঠলে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভোমরা বন্দরের গুরুত্ব অনেক বেশি। ভোমরা থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় আমদানি বাণিজ্য সম্প্রসারণের সময় স্বল্পতা ও আর্থিক সাশ্রয় ব্যবসায়ীদেরকে আগ্রহ বাড়ায়। পণ্য পরিবহনে যাতায়াত ব্যবস্থা রয়েছে উন্নত। এই বন্দর থেকে পণ্য ছাড় করনের পর অতি দূরত্ব পৌঁছাতে পারে দেশের বিভিন্ন বাজারে। ভোমরা স্থল বন্দর দিয়ে গত চার মাসে ভারত থেকে ১লাখ ৪৩ হাজার ৬০৫ মেট্রিকটন চাল আমদানি হয়েছে উল্লেখ কওে তিনি বলেন, চাল আমদানি অব্যহত রয়েছে।

ভামরা স্থল বন্দর উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, ভারত থেকে আসা চালের ট্রাক স্থল বন্দর অভ্যন্তরে ঢুকলেই দায়িত্বশীল কর্মকর্তারা তা দ্রুত ছাড়করনের ব্যবস্থা গ্রহণ করে। যাতে আমদানিকৃত চাল দেশের বাজারে দ্রুত সরবরাহ হতে পারে।

Check Also

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।