সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য যাকাতভিত্তিক অর্থব্যবস্থ্য এখন সময়ের দাবী  : অধ্যক্ষ ইজ্জতউল্লাহ

এম মোতাহিরুল হক শাহিন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৫ মার্চ শনিবার বিকাল ৩ টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যাকাত ও ওশর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় ও সভাপতি মাও মফিদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা- কলারোয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েব আমীর ডাক্তার মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা: আফতাব উদ্দিন। ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউপি সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী, এড মশিয়ার রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা কবিরুল ইসলাম সহ আরও অনেক উপজেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৈষম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে যাকাত ও ওশর ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে কেবল সুখী সমাজ গঠন সম্ভব। বর্তমান অর্থব্যবস্থা ধোনিকে আরো ধনী ও গরীবকে আরো গরীব করে দেয়। কোরআন সুন্নাহর পথে পরিচালিত জীবন পরিচালনা করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাকওয়াবান মানুষ খুবই প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামীন রমজান মাসে কুরআন নাযিল করেছেন। রমজান মাস তাকওয়া অর্জন ও দান সদকার মাস রমজান মাসের সিয়াম ফরজ করেছেন আল্লাহ তায়ালা। সকলকে নিজে নিজে দায়িত্ব পালন করে বৈষম্যহীন বিভেদ বিশৃঙ্খলা মুক্ত সমাজ গঠনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সকল ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধি-বিধান মেনে চলতে হবে।

Check Also

শ্যামনগরের শীর্ষ চাঁদাবাজ লিটন দুই সহযোগিসহ গ্রেপ্তার

সেনাবাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সহযোগিসহ শ্যামনগর উপজেলা শীর্ষ চাঁদাবাজ মোঃ লিটন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।