বৈকারী নামামাজ পড়ে বের হওয়ার সময় ছামসেট ভেঙে এক স্কুল ছাত্রের মৃত্যু

আলমগীর হুসাইন বৈকারী প্রতিনিধি।।
সাতক্ষীরা সদর উপজেলাার বৈকারী বাজার মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় ছামসেট ভেঙে এক স্কুল ছাত্রের মমাান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় যে গতকাল ১৮ মাচ মঙ্গলবার বিকাল ৫ টার সময় বৈকারী বাজার জামে মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের নিমানাধীন দ্বিতীয় তলার ছামসেট ভেঙে মুসল্লী তাওফিক হেসেন তাজ (১৪)নিহত হয়েছে ইন্না-লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তাজ একই গ্রামের বুলবুল আহমেদের ছেলে ও বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সরেজমিনে থাকা প্রতক্ষদশী আবু মুছা জানান যে আমরা আছরের নামাজ পড়ে বের হতেই হুড়মুড় করে উপরের তলার ছামসেট ভেঙে পড়ে। এসময় ছামসেটের তলায় পড়ে তাওফিক হোসেন তাজের মৃত্যু হয়। মুহুতের মধ্যে তাজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়ী সহ পুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পযন্ত স্বজনরা জানায় আজ সকাল ১০ টায় তার জানাযা অনুষ্ঠিত হবে।

Check Also

নদী চরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোঃ ইয়াসিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।