নিজস্ব প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু কে দেখতে ও খোঁজখবর নিতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (১৯ মার্চ) বিকালে সাংবাদিক তৌফিকুজ্জামান লিটুর নিজস্ব বাসভবনে দেখতে যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি জাতীয় দৈনিক গনজাগরন প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান, সেক্রেটারি জাতীয় দৈনিক জবাবদিহি প্রত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, জাতীয় দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান, জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ । এ সময় অসুস্থ সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু ও তার স্ত্রীর জন্য দোয়া করা হয় এবং তিনি সবার কাছে নিজের ও তার স্ত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য,গত ১৭ মার্চ রাতে সড়ক দুর্ঘটনায় জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু ও তার স্ত্রী আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন । তিনি এখন সুস্থতা অনুভব করছেন।
