সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় বার্ষিক ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৮ম ব্যাচের এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সেশন পরিচালনা করেন।

উদ্বোধনী বক্তৃতায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণ নয় বরং প্রশিক্ষণ হচ্ছে প্রতিনিয়ত নিজেকে আরও উৎকষর্তার দিকে নিয়ে যাওয়া। সুতরাং প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে আরও আন্তরিক হতে হবে। এছাড়াও তিনি প্রশিক্ষণ আয়োজনকারী এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

Check Also

২০২৮ পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

২০২৮ সাল পর্যন্ত চীনে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে, যা বাংলাদেশের স্বল্পোন্নত দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।