ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

মুজাহিদুল ইসলাম: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২১মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডমোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্ত্বরে শেষ হয়। পরে বিক্ষোভ পরবর্তি সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি সাবেক শিবিরের সভাপতি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান, সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন মিছিল পরবর্তি সমাবেশে বলেন,”যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সহ¯্রাধীক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাই—বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতাদের,ইজরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

Check Also

বিশ্ব পানি দিবসে সুন্দরবন উপকূলে কলসবন্ধন।

হুসাইন বিন আফতাব, শ্যামনগর প্রতিনিধি:বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে “মাটির নীচের পানি অশেষ নয়, আপনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।