কামরুজ্জামান মিঠু
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।
শনিবার ২২শে মার্চ বিকাল ৪ ঘটিকায় তালা উপজেলা সম্মেলন কেন্দ্রের হল রুমে তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।তিনি বলেন তালা উপজেলার অবহেলিত জনপদকে সৌন্দর্যমন্ডিত করার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক। তিনি বলেন সৎ প্রশাসক, সৎ সাংবাদিক একটা জাতির জন্য বিশেষ উপাদান।যখন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর পরিবর্তে অন্যদিকে নিয়ে যাবে তখন দেশের অমঙ্গল বয়ে আসবে। সকল সাংবাদিকদের নিজ নিজ জায়গায় অবস্থান করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। তিনি বলেন এই সেই রমজান মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।ভালো কাজ করতে হবে, সত্য কথা বলা, মানুষকে ফাঁকি না দেওয়া।
বক্তব্য রাখেন যুব নেতা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রদলের জন্য যুগ্মআহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান।উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-জামানুল বান্না।
অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।
