সাতক্ষীরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের মেহেদীবাগ এলাকায় এস আর সার্কুলেটিং লাইব্রেরী মিলনায়তনে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এড. শেখ আলমগীর আশরাফের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পিপি এড. শেখ আলমগীর আশরাফের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. শেখ জুলফিকার আলম শিমুল, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, মৃণাল কান্তি রায়, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, এড. এবি এম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্ট এর জিপি অসীম কুমার মন্ডল, যুবদল নেতা আব্দুল আলীম, ফরিদুল ইসলাম, এড. এম শহীদ হাসান , নুর মোহাম্মদ পাড়, এড. জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শিবলু রহমান, আবিদুল হক মুন্না, ছাত্রদলনেতা আবু রায়হান, ছাত্রনেতা আল ইমরান, নজরুল ইসলাম প্রমুখ। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী।

Check Also

৫০ বছরের ‘লজ্জা’ থেকে মুক্ত হলেন ড. ইউনূস

দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতোদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।