নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ জামায়াতে ইসলামি মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকাল ৪টায় সুশৃঙ্খল পরিবেশে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি শোষণ মুক্ত সমাজ বিনির্মানে সকলকে কাধে-কাধ মিলিয়ে কাজ করার কথা বলেন। বৈষম্য অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুদৃঢ় অবস্থানের কথা জানান এবং ফিলিস্তিনি নির্যাতিত জনগনের সাহায্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এছাড়া ইফতার মাহফিলটিতে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) কালিগঞ্জ উপজেলা শাখা সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম, প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, মথুরেশপুর ইউনিয়ন জামাতের আমির মঞ্জুর মোরশেদ, সেক্রেটারি আজগর আলী, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আহবায়ক আমির হামজা প্রমুখ। ইফতারীর পূর্বে উপস্থিত রোজাদারদের নিয়ে দেশবাসীর জন্য দোয়া কামনা ও শহিদদের আত্তার মাগফিরাত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।