সাতক্ষীরায় জাতীয় গণহত্যা দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বধ্যভূমিতে ২৫ মার্চের শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,এনডিসি প্রণয় মিত্র প্রমুখ।

উল্লেখ্য,১৯৭১ সালের ২১ এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রিত চার শয়েরও বেশি মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে পাক বাহিনী। পরে তাদেরকে স্কুলের পাশেই গণকবর দেওয়া হয়।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।