এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এক বর্ণাঢ্য র্যালি করেছে। বুধবার(২৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা যুব বিভাগ এ বর্ণাঢ্য র্যালির
আয়োজন করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানে গিয়ে মিলিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন-উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা,
সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ,ছাত্রশিবির সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান,যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন,শোভনালী সভাপতি এনামুল কবির,বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান,বড়দল সভাপতি ওমর ফারুক,প্রতাপনগর সভাপতি আব্দুস সাত্তার, কাদাকাটি সভাপতি ইউনুছ আলী মোড়ল,সদর ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ আমিনসহ উপজেলার ১১ ইউনিয়নের যুব বিভাগের সভাপতি,সেক্রেটারি ও শত শত কর্মী। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়
