শোষিত ,বঞ্চিত এবং নিপীড়িত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে: শিবির সভাপতি আল মামুন

মাসুদ রানা, সাতক্ষীরা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৬ মার্চ) সাতক্ষীরা জেলার আল আমিন ট্রাস্টের জামায়াত অফিস সংলগ্ন মসজিদে বিকাল ৩ টায় সহ-সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর শিবিরের সভাপতি মুহা: আল মামুন বলেন,বহু ত্যাগ ,রক্ত এবং শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। ইসলামী ছাত্রশিবির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা দিবস এবং ২৪ এর গণঅভ্যুত্থানকে অকপটে বুকে লালন করে। ইসলামী ছাত্রশিবির ৭১ ইস্যু নিয়ে সব সময় ইতিবাচক। স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্য নিয়ে আপামর জনসাধারণ দেশ স্বাধীন করেছিল সে লক্ষ্য স্বাধীনতার ৫৫ বছর পরেও অর্জিত হয়নি।দেশের প্রত্যেকটি মানুষ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনে শোষিত, নির্যাতিত, নিপীড়িত ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সময় এসেছে তাদের সে অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরকে নিয়ে ৭১ ইস্যু নিয়ে যে ট্যাগ দেওয়া হয় সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ।সুতরাং ৭১ ইসুতে পাকিস্তানের সাথে ছাত্রশিবিরের জড়িত থাকার কোন সুযোগ নেই।
এছাড়া তিনি ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী যে দুঃসময় বাংলাদেশ পার করছে এই সময়ে সকল দায়িত্বশীল এবং সাধারণ জনগণকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে এবং ২৪ এর গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ভাইদের রুহের মাগফিরাত কামনা এবং আহত , পঙ্গুত্ববরণকারী ভাইদের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

Check Also

সীমান্তে বিজিবি’র অভিযানে ৯দিনে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ৯ দিনে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।