=তালা, সংবাদদাতা।: সাতক্ষীরা তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, তালা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন , সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ ,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলার কর্মকর্তাবৃন্দ , তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু,সাংবাদিক মীর মিলটন,সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এস এ মোতাহিরুল হক শাহিন সহ সম্বর্ধিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্হিত ছিলেন ৷
অনুষ্ঠানে তালায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
