দেবহাটার কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে গরিব, অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ঈদ উপহার প্রদান করা হয়।
এ ঈদ উপহার প্রদানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।
তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। মানুষকে অসহায়ত্ব থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এতেই নীহিত রয়েছে মহান আল্লাহর দয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ-সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

Check Also

ঝাউডাঙ্গা শিবিরের ঈদ র‍্যালি অনুষ্ঠিত

আসাদুর রহমান: ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে ঝাউডাঙ্গা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ র‍্যালি অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।