যারা সংস্কার ছাড়া নির্বাচন চায়, তারাই আওয়ামী লীগের পুনর্বাসন চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতায় জাতি স্বাধীন ভূখণ্ড আর লাল-সবুজের পতাকা পেয়েছে। এটি ছিল পাকিস্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়ে পৃথক রাষ্ট্র গঠনের স্বাধীনতা।
এখন যারা মিডিয়ার সামনে, রাজপথে লম্বা লম্বা কথা বলতে পারছে, তারা বিগত ১৫ বছর কোন স্বাধীনতা ভোগ করেছে, প্রশ্ন রেখে বলেন, তাহলে কি এরাই আওয়ামী লীগের সাথে গোপন আঁতাত করেছিলো?- ছাত্র-জনতা যেই স্বাধীনতা এনে দিয়েছে, এই স্বাধীনতা রক্ষা করার জাতির নৈতিক দায়িত্ব মন্তব্য করে বলেন, রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ শুক্রবার (২৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানার উদ্যোগে সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ ও ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীন দেশের নাগরিকদের ছিন্নমূল বলতে হচ্ছে, এটা জাতির জন্য লজ্জার। বাংলাদেশে সম্পদের অভাব নেই উল্লেখ করে ড. মাসুদ বলেন, এদেশে সৎ, দক্ষ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের অভাব ছিল। যার কারণে অযোগ্য, অদক্ষ, নৈতিকতাহীন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ আর লুটেরা ব্যক্তিরা জনগণকে শোষণ করেছে।
ইসলামী সমাজ গঠনের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ হবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, ইসলামী সমাজ গঠন হলে সমাজে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। কারণ ইসলামের বিধানই হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সমাজ সুখী-সমৃদ্ধ হবে। আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের মূল উপাদান বৈষম্যহীন সমাজ গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব। জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান মোহাম্মদ শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এবং মহানগরীর কর্মপরিষদের সদস্য শাহীন আহমেদ খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা মধ্য থানার কর্মপরিষদের সদস্য ডা. সাইদুল হক পাটোয়ারী, মো. এনামুল হক, মাওলানা মোস্তফা মোহাম্মদ আরিফ, শরিফ হুসাইন, শূরার সদস্য মাওলানা ফরহাদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।