নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার নজরুল ইসলাম (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ এপ্রিল ১২:৩৫টার সময় লাবসা বাইপাস জিরো পয়েন্ট হতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। সরদার নজরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে।
পুলিশ জানান, সাতক্ষীরা থানার মামলা নং ২৫(২)২৫ তারিখ ১৮-০২-২৫ ধারা -বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি এর তদন্তে প্রাপ্ত আসামী সরদার নজরুল ইসলাম। তাকে গ্রেপ্তারের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক নিশ্চিত করেছেন।
