সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিরের শ্বাশুড়ির মৃত্যুতে জামায়াতের শোক

হাবিবুল্লাহ: বিএনপির কেন্দ্রীয় নেতা, তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিরের শ্বাশুড়ি জুবাইদা রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জামায়াতে ইসলামী।
বৃহষ্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে ৮১ বছর বয়সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। মরহুমার স্বামী শামসুদ্দিন বিশ্বাস ছয় ঘুরিয়া বিশ্বাস পাড়ায় বসবাস করতেন। সেখানে শুকুবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক জেলা আমির, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চর পরিচালক মহাদ্দিস আব্দুল খালেক। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাযায় অংশ নেন।
শুক্রবার (২৮ মার্চ) এক যৌথ বাণী দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দীস আব্দুল খালেক, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান। জামায়াত নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিন, তার নেক আমলগুলো কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করুন। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়—স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Check Also

ঝাউডাঙ্গা শিবিরের ঈদ র‍্যালি অনুষ্ঠিত

আসাদুর রহমান: ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারে ঝাউডাঙ্গা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ র‍্যালি অনুষ্ঠিত হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।