সাতক্ষীরায় অপু স্মরণে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল

এস এম আশরাফুল ইসলাম: সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী শেখ রুবায়াত আহমেদ অপু স্মরণে এক দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বন্ধুদের আয়োজনে এই স্মরণসভা ও ইফতার মাহফিলটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এস এম আশরাফুল ইসলাম, মুজাহিদুল হক, হালিম হাজারী বাবু, আরিফুজ্জামান আকাশ, রাশেদুল আলম রনি, ফরহাদ হোসেন, অ্যাডভোকেট কাজী মনিরুজ্জামান সোহান, সামিউল ইসলাম, হাসানুজ্জামান শাওন, আবু সাইদ, জাহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ ২০০৭ সালের এসএসসি ব্যাচের অনেক শিক্ষার্থী। আয়োজকরা জানান, প্রয়াত বন্ধু অপুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এই বিশেষ আয়োজন। দোয়া অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সবাইকে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে অংশ নেন সবাই।

Check Also

সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত: কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাবী সাতক্ষীরা ডিসির

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।