মুরাদ হোসেন (খেশরা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ রবিবার হরিহরনগর বাজার প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেশরা ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল গফুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের নমিনী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু সহ অন্যান্য দায়িত্বশীল।
প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আমরা বিদায় জানাতে যাচ্ছি মাহে রমজানকে। কোরআন, তাকওয়া, ধৈর্য ও জিহাদে বরকতময় মাসটি চলে যাচ্ছে। কিন্তু আমরা কি প্রকৃত তাকওয়া অর্জন করতে পেরেছি? আমরা কি সর্ব-প্রকার জিহাদে নিজেদের অভ্যস্ত করতে সক্ষম হয়েছি? পূর্ণরূপে রহমত, মাগফিরাত ও মুক্তি লাভের উপযোগী আমল কর