নাজমুজ্জামান, বৈকারী ইউনিয়ন প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা জামায়াতের বৈকারী ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (রবিবার) বৈকারী শাহি জামে মসজিদ প্রাঙ্গনে বিকাল ০৪.০০ টায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শূরা সদস্য শেখ নুরুর হুদা, জেরা কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হুসাইন, সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন, সাবেক ছাত্র নেতা বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শহীদ হাসান, বৈকারী ইউনিয়ন আমির জনাব জালাল উদ্দীন, বৈকারী ইউনিয়ন সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন । ইউনিয়ন আমি জালাল উদ্দীন এর সভাপতিত্বে অসুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি দেশ ও জাতীর মঙ্গলের উদ্দেশ্য দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে করেন।
