বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তার নির্বাচনী এলাকার দুই সহস্্রাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গিসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। রবিবার বিকাল ৩টায় তিনি তার কলারোয়া পৌরসদরের বাড়ির সামনে নিজহাতে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী এড. শাহানারা আক্তার বকুল, কন্যা কানেতা ইয়া লাম-লাম অরণী, উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ অন্যান্যরা।
অসহায় দুঃস্থ মানুষ গুলো এসময় ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে খুবই খুশী হন এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।